রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে চালু হয় বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত রোববার (১৬ জুলাই) দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত রোববার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। এরপর ভারতীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। মেরামত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকাল পৌণে ১০টায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার ফায়ার করা হয়। এরপর দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শেষ হয়। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। Share this:FacebookX Related posts: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সময় নিরাপত্তা কর্মীদের হাতে একজন আটক ৩ দিনের শুভেচ্ছা সফরে কাল মোংলায় আসছে ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ সাত বছরেও উন্মোচিত হয়নি কাউন্সিলর তুহিন নিখোঁজের রহস্য চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আম্পান কেড়ে নিল মা মেয়ের জীবন বেনাপোলে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধার বিশেষ ব্যবস্থায় বেনাপোল রেলপথে আমদানি হলো প্রথম খাদ্যদ্রব্য পণ্য শিশুপাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নাগরিক সংলাপ কেসিসি’র ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: উৎপাদন শুরু!তাপ বিদ্যুৎকেন্দ্রেররামপাল