সৌদি আরবে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে নিহত বারেকের বাড়ি নওগাঁর আত্রাইয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সৌদি আরবের দাম্মাম শহরের হুফুপ সানাইয়ারআল মনসুরা শিল্প তালুকে অবস্থিত একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির মধ্যে বারেক সরদার (৪৫) নামে একজনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুপ শহরের সানাইয়ারআল মনসুরা শিল্প এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। সেখানে নিহত বারেক সরদার আত্রাই উপজেলার উদয়পুর মন্ডল পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। নিহত বারেক সরদারের বড় ভাই মো. শাহাদাত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যায়। এরপর সর্বশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিলেন। এরপর আবারো যান সৌদি আরবে। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানান। এই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছিনা। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান ভষ্মীভূত নওগাঁয় কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ১জনের অর্থদন্ড নওগাঁয় ৯৯জন হোম কোয়ারেন্টাইনে ॥ ১জনের অর্থদন্ড পাবনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে গাছচাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত আত্রাইয়ে বিদুৎপৃষ্টে এক যুবক আহত রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন রূপপুর প্রকল্পে রড হেলে পড়ে ১৫ শ্রমিক আহত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা SHARES Matched Content দেশের খবর বিষয়: নওগাঁর আত্রাইয়েপুড়ে নিহতবারেকের বাড়িভয়াবহ অগ্নিকান্ডেসৌদি আরবে