হাতিয়াতে নিখোঁজের দুদিন পর প্রজেক্টের পুকুরে মিলল ২ ভাইয়ের মরদেহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার ৭ জুলাই বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোজাখুজির পরও কোন সন্ধান পায়নি। একপর্যায়ে নিখাঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে। সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন,দুই শিশু সাতাঁর জানতোনা। ধারণা করা হচ্ছো, নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দুই শিশুর লাশ উদ্ধার করে। তবে নিহতদের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। লাশ পচে ফুলে উঠেছে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: হাতিয়াতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ,অগ্নিসংযোগ-লুটপাট কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা আখাউড়ায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য শস্য বিতরণ গুইমারায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ পটিয়ায় শ্রীমতি খালের বালি মাটি সিন্ডিকেটের কবলে,ঝুঁকির মুখে শ্রীমাই বেরিবাঁধ গুইমারায় স্ত্রী-সন্তানের সামনেই যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল দূর্বৃত্তরা কোম্পানীগঞ্জের ২ যুবক দাগনভূঁঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ২ ভাইয়ের মরদেহনিখোঁজের দুদিন পরপ্রজেক্টের পুকুরে মিললহাতিয়াতে