পটিয়ায় আজ আমির ভান্ডার দরবারের বার্ষিক ওরশ শরীফ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ-দক্ষিণ চট্টগ্রামের প্রধান আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র পটিয়া আমির ভান্ডার দরবারে আজ বিষুদবার (১৫ জানুয়ারী ) আজ বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হইবে এতে দেশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষ লোকের মিলন মেলা পরিণত হবে। ওরশ উপলক্ষে পটিয়া পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধি মেয়র অধ্যাপক হারুনুর রশিদ সার্বিক তক্তবধানয় করছেন বলে হজরত সৈয়দ পেয়ারুল মোস্তাফা শাহ্ আমেরীর ভক্ত পটিয়া বিষয়টি নিশ্চিত করেন বার্ষিক ওরশ শরীফ।

জীবনী আলোচনা আমিরুল আউলিয়া হয়রত সৈয়দ আমিরুজ্জামান শাহ (রঃ) হচ্ছেন পটিয়া পৌর সদরে ৯নং ওয়ার্ড গোবিন্দার খীল গ্রামের প্রখ্যাত ধর্মপ্রাণ মহাপুরুষ হযরত মওলা চাঁদ (রঃ) এর পবিত্র ঔরসজাত সন্তান। তিনি ১ লা চৈত্র ১২৫২বাংলা, ১২ই জিলকদ ১২৬৫ হিজরী ১৮৪৫ সালে বৃহস্পতিবারে এ গ্রামে জন্মলাভ করেন। তিনি কোঠর,ত্যাগ তিতিক্ষ,রেয়াজত ও সাধনার মাধ্যমে – ষ্ট্রার সান্নিধ্য লাভ ও তরিকায়ে মাইজ ভান্ডারী প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডরী (কঃ) এর অন্যতম প্রধান খলিফা হিসাবে স্বীকৃতি লাভ করে ছিলেন। ১৯২৭ সালে তিনি পরলোক গমন করলেও আজও লোক মুখে বেঁচে আছে তাঁর অসংখ্য কেরামতের কাহিনী।

হয়রত আমিরুজ্জামান শাহ(রঃ) এর তিন বিবি’র ৬ সন্তানের হলেন ১) হয়রত মাওলানা মোহাম্মদ সোলায়মান শাহ (র:), ২) হয়রত মাওলানা খলিলুর রহমান শাহ (র:) ৩) হয়রত মাওলানা হাবিবুর রহমান শাহ (র:) ৪) হয়রত মাওলানা ডা: মোজাহেরুল হক শাহ (র:), ৫) হয়রত মাওলানা মাছুম সৈয়দ মোহাম্মদ লোকমান হাকিম শাহ (র:), ৬) হয়রত মাওলানা হারুন রসিদ শাহ (র:) এদের মধ্যে কেউ বেচে নেই।

হয়রত সৈয়দ আমিরুজ্জামান শাহ (রঃ) প্রথম পুত্র হয়রত মাওলানা সৈয়দ মোহাম্মদ সোলায়মান শাহ (র:) এর সন্তানেরা হলেন হয়রত শাহসূফী সৈয়দ মোহাম্মদ নুরুল হক শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ হাছনাত করিম মুছা শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ ডা: খাইরুল বশর শাহ্ আমিরী। ২য় পুত্র হয়রত মাওলানা খলিলুর রহমান শাহ (র:) এর সন্তানেরা হলেন, শাহসূফি সৈয়দ মোহাম্মদ আবু ছৈয়দ শাহ (রা:), সৈয়দ মোহম্মদ আবু ইউছুফ শাহ (রা), সৈয়দ মোহাম্মদ সিরাজুল হক শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ শাহ আলম শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ আমিরুল মোস্তাফা শাহ (রা:)। ৩য় পুত্র হয়রত মাওলানা হাবিবুর রহমান শাহ (র:) এর একমাত্র সন্তান শাহসূফি সৈয়দ মোহাম্মদ নুরুল আলম শাহ (রা:)। ৪র্থ পুত্র হয়রত মাওলানা ডা: মোজাহেরুল হক শাহ (র:) এর সন্তানেরা হলেন, শাহসূফি সৈয়দ মোহাম্মদ ফৌজুল আজিম শাহ (রা:), সৈয়দ মোহাম্ম ফৌজুল কবির শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ মীর কাসেম শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ মীর হোসাইন শাহ (রা:), সৈয়দ মোহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী, সৈয়দ মোহাম্মদ কামাল হোসাইন শাহ আমিরী।

৬ষ্ঠ পুত্র হয়রত মাওলানা হারুন রসিদ শাহ (র:) এর সন্তানেরা হলেন শাহসূফি সৈয়দ মোহাম্মদ মামুন রসিদ শাহ আমিরী, সৈয়দ মোহাম্মদ কানুন রসিদ শাহ আমিরী, শামুন রসিদ শাহ আমিরী, মাহাবু রসিদ শাহ আমিরী, মনজুর রসিদ শাহ আমিরী, আমির খসরু শাহ আমিরী, আছরার-ই-শাহ আমিরী, ছরওয়ার কামেল শাহ আমিরী। আর অন্যান্য ওয়ারিশগন বর্তমানে দরবারে কেতমতে নিয়োজিত রয়েছেন।

এ মহান সাধকের নামে বেশকিছু প্রতিষ্টান নির্মিত হয়েছে। তৎমধ্যে পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রসা, আমিরভান্ডার সোলাইমানীয়া এবতেদায়ী মাদ্রাসা, শাহ আমির উচ্চ বিদ্যালয়, শাহ আমির প্রাথমিক বিদ্যালয়, শাহ আমির কিন্ডার গার্টেন, পটিয়া শাহ আমির বশরিয়া এতিমখানা, আমিরীয়া মল্লবাড়ী জামে মসজিদ, আমিরুল আউলিয়া রহমানীয়া জামে মসজিদ, আমির ভান্ডার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, খাসখামা আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসা (আনোয়ারা), গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা (কুমিরা)।

আমির ভান্ডার শরীফ নামে প্রতিষ্ঠিত তাঁর স্মৃতিগাতা এদেশের আধ্যাক্তিকসাধক সাংস্কতিক জগতে দ্বিতীয় বৃহত্তম দরবার পরিগণিত। প্রতি বছর পহেলা ১লা মাঘ তাঁর এ দরবারে পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এ ওরশ কে গিরে ২ কিঃমিঃ এলাকা জুরে গড়ে উঠেছে দুই হাজার মত দোকান। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে যাবতীয় সামগ্রীর নিয়ে বাসমান ব্যবসায়ীরা এ ওরশে ছুটে এসছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানদারগন দোকান সাজায়ছে মনোরমাভাবে। জাতে রয়েছে কাপড়. প্যান্ট, প্রসাধনী, জুয়েলারি, জুতা, মাটি, বেত ও পাটের তৈরি ইত্যাদি পণ্য। ওরশে দোকান দেওয়া ব্যবাসায়ী কামাল বলেন, গত তিন বছর ধরে এ ওরশে আমি দোকান নিয়ে আসছি।

এ খানে লাক্ষ মানুষের ঢল প্রতি বছর ব্যাবসা ভালো হয়। এ বছর তা আশা করছি।আমির ভান্ডার দরবারে পীর শাহ্সূফী সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার (ম.) বলেন, হয়রত গাউছুল আজম মাইজভান্ডারির অন্যতম খলীফা সৈয়দ আমিরুজ্জমান শাহ্(ক.)’র আমিরুল আউলিয়া ১৫ জানুয়ারী ওরশ শরীফ উপলক্ষে পটিয়ার আমির ভান্ডার দরবার শরিফে জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ,লক্ষ ,ভক্ত আশেকান ও মুরিদানদের সমাবেশ ঘটে।