এক দফার আন্দোলনেই সরকারের পতন: মির্জা ফখরুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩ অনলাইন ডেস্ক ; এক দফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সংসদ বিলুপ্ত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারকে জনগণ বাধ্য করবে। সেই হিসেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নতুন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব বলে আমরা বিশ্বাস করি। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আগে গণফোরাম (একাংশ) ও পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে এক দফার চূড়ান্ত কর্মসূচির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক দফা আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের আগামী দিনের কর্মসূচি কী হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। কতগুলো দফা দিয়েছিলাম তার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এক দফার আন্দোলন কবেনাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যায়- সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। বৈঠকে গণফোরামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। Share this:FacebookX Related posts: ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার : মির্জা ফখরুল পদত্যাগ করলেন আতিকুল ইসলাম ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ৪৯ বছরের ইতিহাসে এতো ধর্ষণ-নির্যাতন দেখিনি : মান্না জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করাই একমাত্র লক্ষ্য: মির্জা ফখরুল কারাগারের নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়: মির্জা ফখরুল ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার’ দেশে গণতন্ত্র থাকবে কি না সিদ্ধান্ত নির্বাচনে: ফখরুল ‘বিএনপি আন্দোলনে পরাজিত’-ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: আন্দোলনেইএক দফারমির্জা ফখরুলসরকারের পতন