এবার নোয়াখালীতে ঘর বাঁধলেন ল্যাটিন আমেরিকার তরুণী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশি যুবকের প্রেমের টানে সুদূর ল্যাটিন আমেরিকার দেশ পেরু থেকে নোয়াখালীতে এসেছেন আনা কেলি কারাঞ্জা সাওসিডো নামে এক তরুণী। এমনকি ভালোবাসার মানুষ আরমান বিয়েও করেছেন তিনি। মো. আরমান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে। বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোরকে চাটখিলে নিয়ে আসেন আরমান। ভিনদেশি এই নববধূকে দেখতে আরমানের বাড়িতে ভিড় করছে আশপাশের মানুষ। জানা যায়, ২০১৭ সালে ফেসবুকে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ৬ বছরের ভালোবাসা পূর্ণ হয় বিয়ের মাধ্যমে। গত ২ জুলাই পেরু থেকে বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেন আরমান। ঐদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। কিছুদিন ঢাকায় থাকার পর বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোরকে চাটখিলে নিয়ে যান আরমান। বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও। আরমান হোসেন বলেন, আনা কেলি কারাঞ্জা সাওসিডোর সঙ্গে আমার মোবাইলে পরিচয় এবং বন্ধুত্ব হয়। ৬ বছর আমাদের মোবাইলেই কথা হয়েছে। তাকে কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি। দুজনে মিলে বিয়ের সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী কারাঞ্জা সাওসিডো বাংলাদেশে এলে আমরা বিয়ে করি। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। কারাঞ্জা সাওসিডোর ইংরেজিতে বলেন, আমাদের ভালবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতে আমি নিজ ইচ্ছায় আরমানের কাছে ছুটে এসেছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখী হতে পারি। Share this:FacebookX Related posts: মালয়েশীয় তরুণী প্রেমের টানে নোয়াখালীতে ঘর বাঁধলেন নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে চেয়ারম্যানের ছেলেসহ আটক ২, অস্ত্র উদ্ধার নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ নোয়াখালীতে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে জেলা পুলিশের ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন এবার সন্তানদের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: এবারঘর বাঁধলেননোয়াখালীতেল্যাটিন আমেরিকার তরুণী