ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

ধর্মপাশা প্রতিনিধি : সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মপাশা উপজেলা সদরে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত উলামা পরিষদ ধর্মপাশা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ উপলক্ষ্যে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মপাশা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সহ সভাপতি হাবিবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।