হালুয়াঘাট থানা পরির্দশন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পরির্দশন করেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হালুয়াঘাট থানা পরির্দশনে আসেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হানকে হালুয়াঘাটে আগমন উপলক্ষ্যে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় সঙ্গীয় অফিসারদের সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ সময় হালুয়াঘাট থানা পুলিশের সকল অফিসারগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার থানার পরির্দশন বহিতে স্বাক্ষর করেন। পাশাপাশি বিভিন্ন মামলা মোকাদ্দমাসহ থানা পুলিশের বিভিন্ন বিষয় তিনি পর্যবেক্ষণ করেন। প্রতি সপ্তাহের ন্যায় চৌকিদারী প্যারেডে তৃণমূল পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গ্রাম-পুলিশের অবদান অপরিসীম উল্লেখ করে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন । ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান হালুয়াঘাটে আগমন উপলক্ষ্যে থানা পুলিশ ছিল তৎপর ভুমিকায়।