ভালুকায় মা-মেয়ে-কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩ অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের ভালুকায় মা-মেয়ে ও মাদরাসা পড়ুয়া এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৃথক স্থান থেকে ওই তিন জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মাগুরার বাহারবাগ গ্রামের জাহিদ হাসানের স্ত্রী সিনথিয়া আক্তার (২৭) ও তার সাড়ে তিন বছরের মেয়ে আয়েশা এবং উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ার আনোয়ার খানের ছেলে আব্দুল্লাহ (১০)। আব্দুল্লাহ পাশের সখিপুর উপজেলার আড়াইপাড়া এলাকায় একটি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল। জানা যায়, সিনথিয়া আক্তার মেয়ে আয়েশাকে নিয়ে উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ার একটি বাসায় ভাড়া থেকে পিএ নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে ঘরের ফ্যানের হুকের সঙ্গে রশি পেঁচিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দুপুরে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।অপরদিকে, দুপুরে আব্দুল্ল্যাহ নামে এক মাদ্রাসা পড়ুয়া কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ার আনোয়ার খানের বড় ছেলে হুজাইফার সঙ্গে ছোট ছেলে আব্দুল্লাহ’র মোবাইলে গেম খেলা নিয়ে সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ বসতঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খোঁজ পেয়ে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে আব্দুল্লাহকে নামিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) কামাল হোসেন জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ভালুকায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার ভালুকায় কোয়ারেন্টাইন স্থাপনে এলাকাবাসীর বাঁধা ভালুকায় দুই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভালুকায় ১৫ জন করোনায় আক্রান্ত ভালুকায় জিপিএ ৫ পেয়েছে শিক্ষক কন্যা রিদি ভালুকায় মামার হাতে ভাগ্নি খুন ভালুকায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম থানায় মামলা, ইউপি চেয়াম্যানসহ আটক ৩ ভালুকায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ভালুকায় শ্রমিকের লাশ উদ্ধার ভালুকায় ছাত্রদল নেতার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু ভালুকায় ব্যাংকের কাছে দায়বদ্ধ পরিত্যাক্ত ডায়নামিক মিলের মালামাল লুপাটের অভিযোগ ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: কিশোরেরঝুলন্ত লাশ উদ্ধারভালুকায়মা-মেয়ে