মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিল জাতিসংঘ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩ অনলাইন ডেস্ক ; পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ। এক যুগের মিশনটির শেষ দিন ছিল শুক্রবার। শনিবার থেকে মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হবে। খবর: এএফপি’র। মালির জান্তা সরকার রাশিয়ার সঙ্গে সখ্যতা তৈরি করেছে এবং বেশ কিছুদিন ধরে জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইরত আন্তর্জাতিক বাহিনী তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।পশ্চিমা শক্তিধর দেশগুলোর সঙ্গে আফ্রিকার দুর্দশাগ্রস্ত দেশটির সম্পর্কে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরঙ্কুশ ভোটে মালি থেকে শান্তিরক্ষা বাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। তবে শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করবে সেই দেশের সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে জাতিসংঘের নীতিমালায়। এ কারণে মালিতে মিশন রাখার সুযোগও নেই। দুসপ্তাহ আগে মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দুলায়ে দিওপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে শান্তিরক্ষা মিশন তুলে নেওয়ার আহ্বান জানান। সেসময় তিনি এ মিশনকে ‘ব্যর্থ’ বলেও আখ্যায়িত করেন। এরপরই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। Share this:FacebookX Related posts: বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে : জাতিসংঘ মিয়ানমারে বেসামরিক হতাহত অব্যাহত, যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে ব্যর্থ সৌদি আরব করোনার ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা উইঘুরদের সঙ্গে ‘মানবতাবিরোধী অপরাধ’ করতে পারে চীন: জাতিসংঘ জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ সুদানে সংঘাতের ইতি টানতে আলোচনার লক্ষণ নেই: জাতিসংঘ যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি, মৃত্যু ১৫২৫ ট্যাক্স কেলেঙ্কারির যে ৫ জায়গায় ধরা ট্রাম্প মালয়েশিয়ায় বাংলাদেশি-রোহিঙ্গাসহ আটক ৪৯ বাইডেনের প্রথম হামলা সিরিয়ায়, নিহত ১৭ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জাতিসংঘতুলে নিলমালি থেকেশান্তিরক্ষা মিশন