ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে বোদা উপজেলা প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১ জুলাই) বিকালে বোদা উপজেলা প্রেসক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাদ্দাম হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথি বোদা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় ভোরের কাগজ প্রতিনিধি সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, সাংবাদিক রাব্বি হাসান রাজ, সাংবাদিক আবদুল গফুর, সাংবাদিক শাজাহান প্রধান, সাংবাদিক নূর নবী, সাংবাদিক সাইদুর প্রধান, রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সবার উপস্থিতিতেই বোদা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।