১০ টাকায় ছাগলের চামড়া বিক্রি! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩ অনলাইন ডেস্ক ; রাজশাহীর বাঘয় ১০ টাকা দরে প্রতি পিচ বকরি ছাগলের চামড়া বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ঈদুল আযহার দিন দুপুরে কোরবানির পশুর চামড়া ফড়িয়ারদের গ্রামে ঘুরে এই দামে কিনতে দেখা দেখা গেছে। এ বিষয়ে আড়ানী গোচর গ্রামের ফড়িয়ার চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় ছাগলের একটি চামড়া ১০ টাকা দরে ক্রয় করছি। এ দামে কিনে নিয়ে স্থানীয় আড়তে বিক্রি কররো। পরিবহন খরচ বাদ দিয়ে একটি ছাগলের চামড়াতে এক/দুই টাকা লাভের আশা করছি। আড়ানী গোচর গ্রামের সমাজ প্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোন চাহিদা নেই। কোরমবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলনা। অবশেষে স্থানীয় একজন ফড়িয়ার এসে খাসী ছাগলের চামড়া প্রতি পিচ ৩০ টাকা আর বকরি ছাগলের চামড়া ১০ টাকা দরে বিক্রি করেছি।এ দিকে আড়ানী চকরপাড়া গ্রামের সমাজ পরিচালক রুবেল আহম্মেদ বলেন, বকরি ছাগলের চামড়া ১০ টাকা, খাসীর চামড়া ২০ টাকা এবং ৩-৪ মণ উজনের গরুর চামড়া ৫০০-৫৫০ টাকায় প্রতি পিচ গড় বিক্রি করা হয়েছে। আড়ানীর চামড়া আড়তদার আশরাফুল ইসলাম বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই। তারপরও কিনেছি। ফড়িয়ারদের কাছে দুই/এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়ারদের মতো দাম দিয়ে কিনেছি। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে মাদক বিরোধী সভায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন রাণীনগরে বিদেশী শীতকালীন সবজি স্কোয়াশচাষ,ফলন ও দামে খুশি চাষী সৌরভ নওগাঁয়র আত্রাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা “আসুন আমরা সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধ করি” জয়পুরহাটে সেচ্ছায় ‘লকডাউন’ দুই গ্রাম পাবনায় ‘হাটখালী যুবসমাজ’র উদ্যোগে সড়ক সংস্কার আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজির বীজ বিতরন অক্টোবরেই খুলতে পারে রাজশাহীর প্রথম ফ্লাইওভার দিনাজপুরে, শক্রতায়, বিনষ্ট বোরো বীজতলা রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষকের মৃত্যু যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে গ্রাম-বাংলার ঐতিহ্য ‘ঢেঁকি’ এখন শুধুই স্মৃতি শ্রমিকরা পেলো প্রধানমন্ত্রীর উপহারের কম্বল SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ টাকায়ছাগলের চামড়া বিক্রি!