বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক ; শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার নন্নী-তিনআনী বাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মোনাকুশা গ্রামের আব্দুর রফিক মাষ্টারের ছেলে মো. রবিউল ইসলাম (৪০) ও বন্দপাড়া গ্রামের অটোরিকশাচালক সাইদুর ইসলাম (৩৭)।

জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কদমতলী বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পৌঁছালে সেখানে তিনআনী বাজারগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।