ময়মনসিংহে ক্ললেস অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উন্মোচন গ্রেফতার-২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশা চালক আঃ খালেক(৬৫)‘কে হত্যা করে অটোরিকশা ছিনতাই এর ক্ললেস ঘটনার রহস্য উন্মোচনপূর্বক ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং হত্যার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ব্যাটালিয়ন সদর ময়মনসিংহ। ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৯ জুন সকালে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কামারিয়া পূর্বপাড়া গ্রামে সড়কের পার্শ্বে ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন লাশটি ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন মোঃ আঃ খালেক (৬৫) হিসেবে সনাক্ত করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ সোহাগ বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়। এরই পেক্ষিতে, র্যাব -১৪, ময়মনসিংহ উক্ত ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়কের নির্দেশক্রমে সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ২৯ জুন দিবাগত অর্থাৎ ৩০ জুন ময়মনসিংহের তারাকান্দা থানাধীন জয় বাংলা বাজারের আলম খাঁ মোড় এলাকা হতে আসামি তারাকান্দা থানার বিসকা কাকনীকোনা গ্রামের আবুল কাশেম এর পুত্র শহিদুল ইসলাম রতন (২৪), ময়মনসিংহের কোতোয়ালী সদর থানার চর আনন্দিপুর গ্রামের ইউসুব আলীর পুত্র সুমন মিয়া (২৩) কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করতে করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, ময়মনসিংহ মহানগরীর ৩২ নং ওয়ার্ডের চায়না মোড় এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ আঃ খালেক (৬৫) ভাড়ায় অটো রিকশা চালাতেন। মৃত আঃ খালেক (৬৫) তারাকান্দা থানাধীন কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়ীতে বসবাস করতেন। আসামি শহিদুল ইসলাম রতন ভিকটিম আঃ খালেক এর পূর্ব পরিচিত হওয়ায় প্রায় সময় ভিকটিম আব্দুল খালেকের অটোরিকশায় বাড়ী যাতায়াত করতো। আসামি রতন এবং সুমন মিয়া ঋণগ্রস্থ হওয়ায় তারা অটোরিকশা ছিনতাই করে তাদের ঋণ পরিশোধ করার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মোতাবেক আসামি রতন ঘটনার দিন গত ২৮ জুন বিকালে ভিকটিম আঃ খালেক এর অটোরিকশা রিজার্ভ ভাড়া করে কোতোয়ালী থানাধীন শম্ভগঞ্জ ব্রীজ এলাকা থেকে জয় বাংলা বাজারে যায় এবং আসামি রতন অপর আসামি সুমন মিয়াকে ফোন করে ডেকে নেয়। পথিমধ্যে, আসামীদ্বয় ভিকটিম আঃ খালেককে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করার পরিকল্পনা করে। কিন্তু আসামী রতন ভিকটিমের পরিচিত হওয়ায় ছিনতাইয়ের পর ঘটনা প্রকাশ হতে পারে ভেবে হত্যা করে ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে মোতাবেক জয় বাংলা বাজার থেকে তারা শ্বাসরোধ করে হত্যা করার জন্য রশি কিনে নেয়। পরিকল্পনা মোতাবেক আসামি রতন পথিমধ্যে কয়েক পুরিয়া গাঁজা ক্রয় করে এবং ভিকটিম আব্দুল খালেককে সেবন করতে প্রলুব্দ করলে ভিকটিম গাঁজা সেবন করলে সে নেশাগ্র্রস্থ হয় এবং কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। একপর্যায়ে, আসামি রতন তাকে অটোরিকশার পিছনে বসায় এবং আসামি সুমন মিয়া অটোরিকশাটি চালিয়ে নিয়ে কামারিয়া গ্রামের ফাকা জায়গায় নিয়ে গিয়ে আসামি রতন এবং সুমন মিয়া মিলে ভিকটিম আঃ খালেককে প্রথমে হাত দিয়ে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে কিন্তু কাজ না হওয়ায় তারা পূর্বে ক্রয়কৃত রশি দ্বারা গলায় পেছিয়ে শ্বাসরোধ করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য আসামীদ্বয় ভিকটিমের গলায় উপুযপুরি কয়েকবার কিল-ঘুষি মারে। এরপর, সুযোগ বুঝে ভিকটিমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে আসামিদ্বয় অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে চলে যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে কষ্টিপাথরসহ গ্রেফতার-২ ময়মনসিংহে চাঞ্চল্যকর শারফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহগ্রেফতার ২ ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে গাঁজাসহ আটক-৫ পূর্বধলায় ৪১০ পিচইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২ ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ২ দুষ্কৃতিকারী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে মাদক সম্রাট সোহেল গ্রেফতার ময়মনসিংহে হিরোইনসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহের চাঞ্চল্যকর ছাত্রলীগ সভাপতি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: অটোরিকশা চালকক্ললেসগ্রেফতার ২ময়মনসিংহেরহস্য উন্মোচনহত্যা মামলার