ভালুকায় দ্রুত গতির ট্রাক কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় দ্রুত গতির একটি ট্রাক কেড়ে নিয়েছে বাবা ও শিশু ছেলের প্রাণ।

শুক্রবার সন্ধ্যায় ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মাওলানা মো. খাইরুল ইসলাম (২৯) ও তার শিশুপুত্র মোহাম্মদ বীন খায়ের (৫)। মাওলানা খাইরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি গাজীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মো. কামাল হোসেন জানান, ঘটনার সময় মাওলানা খাইরুল ইসলাম তার শিশুপুত্রকে সাথে নিয়ে ভরাডোবা-ঘাটাইল সড়কে মোটরসাইকেল যোগে ভরাডোবার দিকে আসছিলেন। উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা বাজার সংলগ্ন এলাকায় সড়কের বাঁক ঘুরার সময় বিপরীত দিক থেকে আসা দ্র‍ুতগামী একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।