হালুয়াঘাটে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
????????????????????????????????????

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে হালুয়াঘাটে প্রথম আলো পত্রিকায় পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রথম আলো পত্রিকায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের কারণে বুধবার সকালে ধারা বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের উদ্যেগে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বেশ কিছু প্রথম আলো পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির বিএম শাখার ২য় বর্ষের শিক্ষার্থী মাসুদ পারভেজ, তানজিনা, মাইমুনা আক্তার মিতু, অধ্যাপক একেএম তোফায়েল আহম্মেদ, আব্দুল কাদির, আছাদুজ্জামান আকন্দ, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তাগণ মিথ্যা সংবাদ প্রকাশের কারণে পত্রিকার সম্পাদক ও অপসাংবাদিকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ তৌফিকুর রহমান প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বলেন, কোন প্রকারের লিখিত অভিযোগ ছাড়াই মিথ্যা তথ্য প্রকাশ করেন।

উক্ত সাংবাদিক কলেজ ক্যাম্পাসে না এসে শিক্ষার্থীদের কোন বক্তব্য না নিয়ে মনগড়া বানোয়াট সংবাদ পরিবেশ করেন,যা অপসাংবাদিকতার সামিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে আহবান জানান তিনি।