সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুর স্বীকারোক্তি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, পাঁচদিনের রিমান্ড শেষে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকার কথা বলেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানপুত্র রিফাত। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় গত ১৮ জুন ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। পরে রিমান্ড শেষ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।ন বাবুর স্বীকারোক্তি Share this:FacebookX Related posts: কিশোরগঞ্জে ৪ বোতল মদসহ আটক-২ ‘ছাত্রজীবন থেকেই হিযবুত তাহরীর সদস্য সানাউল্লাহ’ এবার ইয়াবাসহ রিজেন্টের এমডির ভায়রা গ্রেপ্তার আশুলিয়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শাহজালালে ৩২ পিস সোনার বারসহ এক যাত্রী আটক রাজধানীর চকবাজার থেকে জঙ্গি শাকিল গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮ গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো এ চক্রটি মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ির কারাদন্ড মধুচক্রে ফাঁসলেন ব্যাংক কর্মকর্তা, নারীসহ গ্রেফতার ৪ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল হাজতে SHARES Matched Content অপরাধ বিষয়: চেয়ারম্যান বাবুর স্বীকারোক্তিসাংবাদিক নাদিম হত্যা