হালুয়াঘাটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩
হালুয়াঘাটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দীপ্তময় পথচলার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গুবন্ধুৃর প্রতিকৃতিতে মাল্যদান শেষে বিকালে বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্বদেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

র‌্যালীটি হালুয়াঘাট আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জুয়েল আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি আবদুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, আওয়ামীলীগ নেতা আওলাদ হোসেন, মোহাম্মদ শাহ আলম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ , পৌর ছাত্রলীগ, শ্রমিকলীগসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্ধ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়ন হতে বর্ণাঢ্য সোভাযাত্রাসহ নেতাকর্মীরা উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে এসে একত্রিত হয়।

বক্তাগণ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশন বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেংকেই মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন ইমেজের নেতা ও সিমান্ত এলাকার সর্বমহলের আস্থার প্রতিক হিসেবে প্রদান করবেন। আপনাদেরকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।