কোস্টগার্ডের আধুনিক ৫ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : কোস্টগার্ডের জন্য আধুনিক পাঁচটি জাহাজ কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ভাসমান ক্রেন।

বুধবার সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন সংযোজিত এই নৌযাগুলো কমিশনিং করেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেন এবং এই বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।


এই পাঁচটি জাহাজ কমিশনিংয়ের মধ্য দিয়ে সক্ষমতায় কোস্টগার্ড আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্টরা।