ধর্মপাশায় ফলজ বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

ধর্মপাশা প্রতিনিধি : গ্রামিণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের নিদেষক্রমে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রার অংশ অংশ হিসেবে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর, খয়েরদিরচর ও ধর্মপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া, নোয়াবন্দ, ফাতেমা নগর,হলিদাকান্দা, নলগড়া, লংকাপাথারিয়া, ধর্মপাশা ও দশধরী ৮০টি পরিবারের মধ্যে বিনামুল্যে পাঁচটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের মোট ৪০০টি চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০জুন) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রামিণ বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংকের ধর্মপাশা শাখার উদ্যোগে সংস্থার কার্যালয়ে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার নেত্রকোনার জোনাল ম্যানেজার আমিরুল ইসলাম, মোহনগঞ্জের এরিয়া ম্যানেজার কামাল হোসেন, ধর্মপাশা শাখার ম্যানেজার আবদুল ওয়াহাব, মাঠ কর্মকর্তা রফিকুল ইসলাম, মোঃ রায়হান উদ্দিন, সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ ।