ফুলবাড়িয়ায় গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সদর ইউনিয়নের শিশু ফোরাম’র উদ্যোগে গরীব-দু:খী, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহা: নাহিদুল করিম। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার মি. জেমস্ বিশ্বাস, সদর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, শিশু ফোরামের সভাপতি ফুয়াদ হাসান (রিফাত) সহ শিশু ফোরামের সদস্যবৃন্দ।

ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় পর্যায়ক্রমে ১০০জন গরীব-দু:খী, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে রয়েছে সেমাই, চিনি, পোলাও চাউল, নুডুলস এবং চিপস্ পিঠা।