হালুয়াঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস এর প্রশিক্ষণ হল রুমে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ /২০২৩-২৪ মৌসুমে উফসী রুপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং। এ সময় উপজেলার ৯০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী রুপা আমন ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, সন্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়, প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন। বক্তাগণ বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতিককে ভোট দিয়ে বিজয়ী করে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে সবুজের সমারহে ছেয়ে গেছে ফসলের মাঠ: বাম্বার ফলনের সম্ভাবনা হালুয়াঘাটে নিন্মআয়ের মানুষের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ৩ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ গৌরীপুরে ২ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও পাটবীজ বিতরণ হালুয়াঘাটে ভর্তুকী মূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাটে কৃষকের ধান কেটে দিলেন এমপি জুয়েল আরেং হালুয়াঘাটে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন হালুয়াঘাটে লাউ গাছের সাথে শত্রুতা করে কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিলেন দূবৃত্তরা হালুয়াঘাটে সিনজেনটা এসএলসি শস্য কর্তন ও মাঠ দিবস পালিত নকলায় বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ড্রাম বিতরণ SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকদের মাঝেবিনামূল্যে বীজ ও সার বিতরণহালুয়াঘাটে