সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ দুইজনকে পঞ্চগড়ে দেবিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে আটক করেছে র্যাব। শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়ায় দূরসম্পর্কের চাচা বৃদ্ধ মুনতাজুলের বাড়ি থেকে তাদের আটক করে র্যাব। তাকে ঢাকায় র্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে বলে যানা গেছে। এর আগে শুক্রবার (১৬ জুন) রাত ১০টার দিকে চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়ায় চাচা বৃদ্ধ মুনতাজুলের বাড়িতে অবস্থান নেন তারা। উল্লেখ, গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান। নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। Share this:FacebookX Related posts: পুলিশ কর্মকর্তা ও সচিব পরিচয়ে প্রতারণা, নারীসহ আটক ৬ গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ গ্রেফতার বিরামপুরে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে বাইকসহ আটক-১ ফুলবাড়ীতে ৩ জুয়াড়ী জেলহাজতে ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে আটক ৩ কাউনিয়ায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার সিলেটে ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রীমঙ্গলে আটক পার্বতীপুরে থানার গ্রিল ভেঙে পালানো আসামী গ্রেপ্তার কক্সবাজারে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল গ্রেফতার ফুলবাড়ীতে ৭ জুয়াড়ি কারাগারে দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেফতার সরঞ্জাম-টাকাসহ ৮ জুয়ারী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: চেয়ারম্যান বাবুনাদিম হত্যারপঞ্চগড়ে আটকপ্রধান আসামিসাংবাদিক