সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩ হালুয়াঘাট প্রতিনিধি ; বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে হালুয়াঘাট প্রেস ক্লাব এর উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হোসেন রাজন, মতিউর রহমান মতি প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই হালুয়াঘাটে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ধোবাউড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিক আরিফুলের জামিন গৌরীপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি নাজিম উদ্দিন ঘোড়াঘাটের ইউএনও’র উপর হামলার প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা গৌরীপুরে সাংবাদিকদের উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন হালুয়াঘাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন SHARES Matched Content দেশের খবর বিষয়: নাদিম হত্যারপ্রতিবাদেসাংবাদিকহালুয়াঘাটে মানববন্ধন