হালুয়াঘাটে বন্যহাতির তান্ডবে বসতবাড়ি ভাঙচুর ব্যপক ক্ষয়ক্ষতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া ও পূর্ব গোবরাকুড়া গ্রামে গতকাল শুক্রবার ( ১৬ জুন) দিবাগত রাতে ভারতীয় বন্যহাতির আক্রমণে বসতবাড়ি ভাঙচুরসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যহাতির আক্রমণে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া ও পূর্ব গোবরাকুড়া গ্রামের, সোহেল মানকিন এর স্ত্রী জসিতা, ইন্দ্রজিত, মৃত আমসর উদ্দিনের পুত্র আব্দুল কাদির ও ইসব আলী জানান, কয়েকদিন ধরে সীমান্তবর্তী এই উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া ও পশ্চিম গোবরাকুড়া, গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া ,নামছাপাড়া,কাটাবাড়ি গ্রামে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলে হাতির তাণ্ডব। সন্ধ্যার পর থেকে হাতির পালের হামলার আশঙ্কায় সময় কাটে স্থানীয়দের। সম্প্রতি দুইজন হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ৫০ থেকে ৬০টি হাতির পালের তাণ্ডব শুরু হয় মধ্যরাত থেকে, চলে ভোররাত পর্যন্ত। বন্য হাতির তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তসহ হাতির পাল মানুষের ঘরে থাকা ধানচালও নষ্ট করছে; আসবাবপত্র ও গাছপালা ভাঙচুর করছে। এলাকাগুলো হাতির পালের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এসব এলাকার বেশিরভাগ মানুষ নির্ঘুম রাত পার করছেন। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভোগান্তি বাড়ছে। স্থানীয়রা জানান “ প্রতিদিন হাতির একটি দল পাহাড় থেকে সমতলে নেমে আসে। আমরা টর্চ লাইট, আগুন জ্বালিয়ে এবং ফটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। “যে পরিমাণ ক্ষতি হয়েছে প্রশাসন সহযোগিতা না করলে ঘরে ওঠা সম্ভব হবে না। আমরা সীমান্তবর্তী লোকজন এমনিতেই আর্থিক অস্বচ্ছলতার মধ্যে থাকি।” প্রশাসন সঠিক পদক্ষেপ নিলে হাতির তাণ্ডব কমবে। আমাদের ঘরবাড়ি ফসলের ক্ষতি হলেও ভয়ে আমরা হাতিকে আঘাত করতে পারি না, সব দিক থেকেই সমস্যায় আছি আমরা। খাবারের অভাবে হাতির পাল মেঘালয় থেকে নেমে এসেছে। আর আমাদের এলাকায় ঘরবাড়িতে তাণ্ডব চালাচ্ছে। প্রশাসনের নিকট ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান এলাকাবাসীর। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে ভারতীয় বন্যহাতির তান্ডবে বসতবাড়ি ভাংচুর ব্যপক ক্ষয়ক্ষতি হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২ হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-২,আহত-৭ হালুয়াঘাটে ২০ দিনব্যাপী ‘উশু’ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হালুয়াঘাটে বোরধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হালুয়াঘাটে কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না- ওসি মাহমুদুল হাসান হালুয়াঘাটে ভিজিএফ চাল বিতরণ শুরু হালুয়াঘাটে দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না নির্যাতিতা অন্তসত্বা নারী হালুয়াঘাটে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন হালুয়াঘাটে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ হালুয়াঘাটে রাস্তার নিন্মমানের কাজের প্রতিবাদে মানববন্ধন হালুয়াঘাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: বন্যহাতির তান্ডবেবসতবাড়ি ভাঙচুরব্যপক ক্ষয়ক্ষতিহালুয়াঘাটে