বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সভা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩ অনলাইন ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার মূল হোতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের দাফন শেষে বকশীগঞ্জ থানা ভবনের সামনে জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। সভায় জামালপুর প্রেসক্লাব, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বকশীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন। উল্লেখ্য, সংবাদ প্রকাশকে করে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে তাঁকে নীলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। Share this:FacebookX Related posts: ধোবাউড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গৌরীপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি নাজিম উদ্দিন গৌরীপুরে ব্যবসায়ী ওহাব হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবনন্ধন হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা গৌরীপুরে সাংবাদিকদের উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন হালুয়াঘাটে যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হালুয়াঘাটে কৃষক মোস্তফা কামালের হত্যাকারীদের ফাঁসি ও গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন ভালুকায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি; সাংবাদিকদের উদ্বেগ SHARES Matched Content দেশের খবর বিষয়: বকশীগঞ্জেবিক্ষোভ সভাশাস্তির দাবিতেসাংবাদিক নাদিমেরহত্যাকারীদের