ঈদে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত: র‍্যাব

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেছেন, ঈদ উল আজহা উপলক্ষ্যে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অপরাধী চক্র। শুধু রাজধানী ঢাকা শহরেই নয়, দেশের বিভাগীয় শহরগুলোতেও প্রতারণার নানা ফাঁদ পেতে চুরি, ছিনতাই করে তারা।

রাজধানীর নিরিবিলি সড়ক, ফ্লাইওভার, লঞ্চ ও বাস টার্মিনালের আশপাশের এলাকায় চুরির পাশাপাশি ডাকাতিও করে এসব অপরাধী।

বৃহস্পতিবার দুপুরে উত্তরায় র‍্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে রাজধানী সহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। প্রতিনিয়ত নয়া কৌশল অবলম্বন করে চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে তারা।

মোসতাক আহমেদ বলেন, পশুর হাটকে ঘিরেও জাল টাকার কারবারীরা সক্রিয় হয়ে উঠে, পশুর হাটে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতা সকলকে ‘জাল টাকা’র বিষয়ে সজাগ থাকতে হবে। হাটের আয়োজক, ইজারাদার এবং আইন শৃংখলা বাহিনীকে মানুষকে সতর্ক করতে প্রচারণা চালাতে হবে। অপরাধীরা যাতে ভয় পায় সে ব্যবস্থা করতে হবে। ঈদুল আজহা’কে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।