সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩ এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। ১৬ জুন (শুক্রবা) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হোসেন রায়হান ও বাংলা ভিশনের সাংবাদিক মোশারফ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক বক্তারা অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। একই সঙ্গে দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। Share this:FacebookX Related posts: পঞ্চগড় প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের ৩শ কম্বল বিতরণ বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিক তুলে নিয়ে ১ বছরের জেল সাংবাদিক আরিফুলের জামিন কুড়িগ্রামের সেই ডিসির বিরুদ্ধে থানায় অভিযোগ হিলিতে সংবাদকর্মীদের পিপিই প্রদান কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ ফুলবাড়ীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দীর্ঘ ৪৫ বছর পর স্থায়ী ঠিকানা পেল পঞ্চগড় প্রেসক্লাব প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করলেন রেলপথ মন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: জড়িতদেরপঞ্চগড়ে মানববন্ধনফাঁসির দাবিতেসাংবাদিক নাদিম হত্যায়