কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৪ নেতাকর্মিএবং স্বেচ্ছাসেবকলীগের এক নেতা আহত হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে রয়েছে,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৯) ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৮) ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৭)। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলের দিকে উপজেলার হাসপাতাল গেইট ও বসুরহাট থানার সামনের সড়ক ও কলেজ গেইটে এই হামলার ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি হাসনা জসিম উদদীন মওদুদ অভিযোগ করে বলেন,বিকেল ৫টার দিকে উপজেলার হাসপাতাল গেইটে বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক রাফেলের ওপর হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথা পাটিয়ে দেয় যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা। পরে যুবদল নেতা রাফেল কে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ থানার সামনের সড়কে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি জানান,বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই সংঘর্ষের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ওপর বিএনপির নেতাকর্মিরা হামলা চালায়। বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপির নেতাকর্মিরা তাদের নেতাদের ওপর হামলা চালায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপি ও যুবদলের নেতারা আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। Share this:FacebookX Related posts: সুবর্ণচরে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত খাদ্যের খোঁজে এসে বিদ্যুপৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি গ্রেফতার ফেনীতে প্রায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি হাদিয়া ছাড়াই তারাবিহ পড়াচ্ছেন এক মাদ্রাসার ১৭’শ হাফেজ ‘বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে’ নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: