দেশিয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র মজুদের সময় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার র‌্যাব-১০ এর (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ নিশ্চিত করে জানান, সোমবার বিকেল পাঁচটার সময় ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো, মোঃ হোসেন (২৭) ও মোঃ মাহফুজ আহম্মেদ হৃদয় (২১)।

এসময় তাদের কাছ থেকে ৪টি বড় ছোরা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান