হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের হিলিতে এক রাতের ব্যবধানে কেজিতে তিন থেকে চার টাকা কমছে ভারতীয় পেঁয়াজের দাম। বুধবার হিলি স্থলবন্দরে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রয় হয়েছে ২৮ থেকে ২৯ টাকায়। আর খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকায়। যা মঙ্গলবার খুচরা বাজারে বিক্রয় হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি পেয়েছে কয়েক দিনের মধ্য ২৫ থেকে ৩০ টাকায় ভারতীয় পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। এদিকে, ভারতীয় পেঁয়াজের দাপটে বাজার থেকে দেশীয় পেঁয়াজ উধাও। হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর গত সোমবার (০৫ জুন) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসছে দেশে। দেশের কৃষকের কথা চিন্তা করে গত ১৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন সোমবার তিন ট্রাক, দ্বিতীয় দিন মঙ্গলবার ৪২ ট্রাক ও তৃতীয় দিন বুধবার ১৩ ট্রাক, চতুর্থ দিন বৃহস্পতিবার ১৪ ট্রাক, পঞ্চম দিন শনিবার ৪৯ ট্রাক, রোববার ষষ্ঠ দিন ৩৫ ট্রাক, সোমবার সপ্তম দিন ৪২ ট্রাক ও মঙ্গলবার অষ্টম দিন ৪২ ট্রাকসহ মোট ২৪০ ট্রাকে পেঁয়াজ আমদানি করা হয়েছে ছয় হাজার ৫২০ মেট্রিক টন।হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি বৃদ্ধি পেয়েছে ঈদুল আযহা আসার আগে ২৫ থেকে ৩০ টাকায় ভারতীয় পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। ভারতীয় পেঁয়াজের কারণে দেশীয় পেঁয়াজের চাহিদা কমেছে। তবে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। বুধবার একটু খারাপ ধরনের ইন্দু পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের নাসিক পেঁয়াজ ৩৬ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। Share this:FacebookX Related posts: হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা হিলিতে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম কমলো হিলিতে দাম কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দর দিয়ে ১৫ মার্চ থেকে ফের পেঁয়াজ আমদানি হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ নির্মাণ কাজে বিএসএফের বাধা, আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: পেঁয়াজের দাম কমেছেভারতীয়হিলিতে