বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে। নিহত তানভির হোসেন (২৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল। বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রহওয়ানা দেয় তানভির। ওই সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক খুঁটি নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়। ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: খাগড়াছড়িতে বিনম্র শ্রদ্ধায় ২১ ফেব্রুয়ারী উদযাপন লামায় দুই কিশোরীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন বিজয়নগরে ফেন্সিডিল-স্কাফ’সহ ২ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ আখাউড়া-আগড়তলা সড়কে গর্ত; যান চলাচল ব্যহত ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১ হাতিয়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৪১ জনকে জরিমানা লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি গ্রেফতার চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ‘বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে’ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: চাপা পড়ে মেডিকেলবিদ্যুতের খুঁটিতেরিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু