নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা,আটক-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সদর উপজেলায় নিজেদের বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করে। তবে এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কোচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগমঘ টনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওই স্থানীয় এলাকাবাসী এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। Share this:FacebookX Related posts: মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: কালাম ও শাহেদ রিমান্ডে নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে বসত বাড়িতে গাঁজার চাষ, আটক ১ গাজাসহ আটক মা-মেয়েকে কারাগারে প্রেরণ নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার নোয়াখালীতে ককটেল তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৪ কুতুবদিয়ায় সবজিখেতে গাঁজার চাষ, আটক ১ সোনাইমুড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক ১ নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নোয়াখালীতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হালুয়াঘাটে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে আটক-১,মামলা প্রত্যাহার করতে হুমকি SHARES Matched Content অপরাধ বিষয়: আটক-১কুপিয়ে হত্যানোয়াখালীতেমা-মেয়েকে