ফুলপুরে বিশ লক্ষ টাকা মূল্যের দুইটি তক্ষকসহ দুই জন আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে বিশ লক্ষ টাকা মূল্য মানের বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় ২টি তক্ষক’সহ ২জনকে আটক করেছেন র্যাব-১৪, ময়মনসিংহ । র্যাব-১৪, ময়মনসিংহ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ১৩ জুন বিকালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন গড়পয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ফুলপুর থানার ঘর পয়ারী গ্রামের মৃত শামসুল হকের পুত্র এনামুল হক (৪৫), আব্দুর রশিদ এর পুত্র রিপন মিয়া (৩০)কে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় ২টি তক্ষক উদ্ধারপূর্বক গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উক্ত তক্ষকগুলো তারা সিলেট জেলা হতে বিশ লক্ষ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করেন। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: ফুলপুরে ২৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলপুরে ডাকাতির প্রস্ততি কালে ৫ ডাকাত আটক ফুলপুরে বিদ্যুতের মিটার চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার ফুলপুরে ২৫শত কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার ফুলপুরে ১৮টি ককটেল উদ্ধার গ্রেফতার-৩ সরিষাবাড়িতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার ময়মনসিংহের ফুলপুরে প্রথম করোনায় আক্রান্ত এক জন গৌরিপুরে মানবপাচারকারী চক্রের দালাল গ্রেফতার ময়মনসিংহে বিদেশী তৈরী বিভিন্ন বিদেশী পণ্য উদ্ধার,চোরাকারবারি আটক ময়মনসিংহে ৪ জঙ্গি গ্রেফতার ময়মনসিংহে ৯৩ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে চুরির অভিযোগে আটক-১ SHARES Matched Content অপরাধ বিষয়: দুই জন আটকদুইটি তক্ষকসহফুলপুরেবিশ লক্ষ টাকা মূল্যের