বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২৯ জন কর্মকর্তাকে বদলি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপন জানানো হয়, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ্ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় উপপুলিশ মহাপরিদর্শক এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের পুলিশ সুপার পদে বদলির কথা জানানো হয়। আরও এক প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে। Share this:FacebookX Related posts: ‘নতুন বছর হোক জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের’ ২০১৯ সালের ‘অর্থনৈতিক বিস্ময়’ বাংলাদেশ সেদিন বেশি দূরে নয় যেদিন উন্নত দেশ হবে বাংলাদেশ করোনাভাইরাস: চীনকে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ‘সীমান্তে বিএসএফকে অভিযান চালাতে বলেছে বাংলাদেশ’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে একধাপ এগুলো বাংলাদেশ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে : প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে বাংলাদেশ আর কোনো সংঘাত চায় না: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ২৯ জনকর্মকর্তাকে বদলিপুলিশ বাহিনীতেবাংলাদেশ