দেশে মানুষের গড় আয়ু বেড়েছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় কিছুটা বেড়েছে। ২০২২ সালে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৪ বছর হয়েছে, যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর। মঙ্গলবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর ফল প্রকাশিত হয়। সেখানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৮ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। ২০২১ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২ জন, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ২৫ জন। জরিপে আরও দেখা গেছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার কিছুটা বেড়েছে। ২০২১ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫ দশমিক ৭, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮। Share this:FacebookX Related posts: নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি এসএসসির নতুন সূচি প্রকাশ বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ল ৭ দিন তিন হাজার শয্যার করোনা হাসপাতাল হচ্ছে মহাখালীর ডিএনসিসি মার্কেট ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’ ফিটনেসবিহীন গাড়ি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আর নেই করোনায় নতুন মৃত্যু ৩৭, শনাক্ত ৩২৪০ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে পাস আমার সংস্থায় আমি ভিক্ষা করে চলতে চাই না: মেয়র তাপস বয়স ৪০ হলেই করোনার টিকা নেওয়া যাবে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আওয়ামী লীগকেই সমাপ্ত করতে হবে’ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আগা খান SHARES Matched Content জাতীয় বিষয়: গড় আয়ু বেড়েছেদেশে মানুষের