বরিশাল সিটিতে নৌকার বিজয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বেসরকারি ফলাফলে ৫৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা প্রতীক)। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা শুরু করেন।বেসরকারি ফলাফলে নৌকার আবুল খায়ের আবদুল্লাহ ভোট পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। বরিশাল সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। এই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। এই নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) এবং মো. আসাদুজ্জামান (হাতি)। এদিকে ভোটগ্রহণ শেষে গণনা চলার মধ্যেই বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২১ জুন হতে যাওয়া সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনও বয়কট করেছে ধর্মভিত্তিক দলটি। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বরিশাল শহরের চাঁদমারি এলাকায় দলের বরিশাল সিটি নির্বাচনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। Share this:FacebookX Related posts: নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল নির্বাচনী বিধি লঙ্ঘন করায় আতিকুলকে শোকজ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ রাষ্ট্রীয়ভাবে পলিথিন ও পানির বোতল নিষিদ্ধ করা প্রয়োজন: রাষ্ট্রপতি ভোট পুনঃগণনায় বদলে গেল ৩১ নম্বর ওয়ার্ডের ফল ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস মেয়র পদে থাকার যোগ্যতা নেই তাপসের: সাঈদ খোকন ৩২৩ ইউপি’র নির্বাচন ১১ এপ্রিল সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে চায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান SHARES Matched Content জাতীয় বিষয়: নৌকার বিজয়বরিশাল সিটিতে