সম্পত্তি বিরোধে প্রতিবেশীকে খুন,১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুধারাম থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.মাসুদকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতারকৃত মো.মাসুদ (৪৭) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাইজদী মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের মার্চ মাসে গ্রেফতারকৃত আসামিসহ এই মামলার অপর আসামিরা ভিকটিম হেঞ্জু মিয়াকে গুরুত্বর আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মূত্যু বরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা চাঁদ মিয়া সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আত্নগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মাসুদকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। র্যাব-১১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্থান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে আন্তঃজেলা নারী চোর চক্রের ছয়জন নারী সদস্যসহ আটক-৭ সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজা ও ১টি পিকআপ সহ ৪ মাদক ব্যবসায়ী আটক হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ কার্তুজ উদ্ধার ডাচ্ বাংলা’র একাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন, গ্রেফতার ১ প্রতিপক্ষ কে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক আনসার সদস্যদের কুপিয়ে জখম: গ্রেফতার ১ টাস্কফোর্সের অভিযানে বিজয়নগরে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের মাদকসহ গ্রেপ্তার ৫ উখিয়ায় ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা আটক খাগড়াছড়িতে অস্ত্র উদ্ধার SHARES Matched Content অপরাধ বিষয়: ১৬ বছর পরপ্রতিবেশীকে খুনযাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারসম্পত্তি বিরোধে