জনরায় মেনে নেব, ভোট দিয়ে বললেন নৌকার প্রার্থী খালেক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩ অনলাইন ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, অতীতের ভোটেও জনগণের রায় মেনে নিয়েছি, আজও মেনে নেব। এই মানসিকতা আমার আছে। সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পাইনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান নৌকার প্রার্থী। ভোট দেওয়া শেষে ভোট কক্ষের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তালুকদার আব্দুল খালেক বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু। কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখছি। আশা করছি দুপুরের মধ্যেই ৬০ থেকে ৬৫ ভাগ ভোটগ্রহণ হবে।অনেক কেন্দ্রে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট না থাকায় সেই প্রার্থীদের সামর্থ নিয়ে প্রশ্ন তুলে নৌকার প্রার্থী বলেন, কেন্দ্রে এজেন্ট না দিতে পারলে প্রার্থী হওয়া উচিত না। যারা নির্বাচন করবেন তাদের প্রত্যেক সেন্টার এজেন্ট থাকা উচিত। অথচ কিছু হলেই সরকার দলীয় প্রার্থীর দোষ হয়। ভোটার উপস্থিতি কম কেন? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তো অনেক সময় রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট দেওয়ার সময়। রান্না ও অন্যান্য কাজ শেষ করে মানুষ ভোট দিতে আসবে আশা করি। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল সকাল ১০টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার এলাকার দারুল কোরআন বহুমুখী মাদরাসা কেন্দ্রে, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু সকাল সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবাসিক এলাকার কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন ইভিএম নানা ধরনের সমস্যা, বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না । আরও কিছু কেন্দ্র ঘুরে আপনাদের কে আমি বিস্তারিত জানাবো , সকাল ৯টায় মতিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, আর সকাল ১০টায় আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক। Share this:FacebookX Related posts: বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন বাগেরহাট-৪ উপনির্বাচন: বিএনপি ও জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী রাত পোহালেই নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা শৈলকূপা নৌকার প্রচারণায় জেলা ও মহানগর আ.লীগ নেতৃবৃন্দ প্রার্থীতা প্রত্যাহার করলেন সাজেদুর রহমান রাত পোহালেই মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন,নয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থীর জয় নড়াইলের দুই পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত হরিণাকুন্ডুতে নৌকা ও কোটচাঁদপুরে আ’ লীগের বিদ্রোহী প্রার্থীর জয় চিতলমারীতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার টিকিট পাবে কারা? মরিয়া তরুন প্রজন্ম পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা পেয়েছেন SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: জনরায় মেনে নেবনৌকার প্রার্থী খালেকভোট দিয়ে বললেন