চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান আব্বাস (৪০) নামে এক পৌর কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে গোমস্তাপুর- নাচোল সড়কের চন্দনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কর্মচারী নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ও নাচোল পৌরসভায় এমএলএসএস হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়া জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আব্বাস মোটর সাইকেল নিয়ে নাচোল থেকে রহনপুর আসার সময় নাচোল থানাধীন কসবা ইউনিয়নের চন্দনা পাওয়ার প্লান্টে সামনে পৌঁছালে পিছন দিক হতে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকা তার উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।