নারায়ণগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় চকে (বিলে) এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শামীম মিয়া (৩২)। সে উপজেলার বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে। শামীম মিয়াকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে মো. শামীম মিয়া সোমবার দুপুরে বৃষ্টি আগে চকে (বিলে) গরু আনতে যান। গরু ছেড়ে দেওয়ার পর হঠ্যাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। তিনি পাশ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত তার ওপর গিয়ে পড়ে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শামীম মিয়া পেশায় কৃষি কাজ করতেন। পাশাপাশি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান জানান, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত যুবক মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।