পঞ্চগড়ের বোদায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের কৃষি মেশিন হস্তান্তর

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় কৃষকদের মাঝে ভর্তুকি মুল্যের পাওয়ার থ্রেসার (ধান মাড়াই মেশিন) হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বোদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি পাওয়ার থ্রেসার কৃষকের মাঝে হস্তান্তর করেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমানের জিল্লুর, উপজেলা কৃষি অফিসার রাশেদুন্নবীসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় বড়শশী ইউনিয়নের শাহীনূর ইসলামকে পাওয়ার থ্রেসার (ধান মাড়াই মেশিন) এবং পাঁচপীর ইউনিয়নের বেলাল হোসেন ও রশিদুল ইসলানকে আলু দাবা মেশিন (আলু গারা মেশিন) প্রদান করা হয়।

মেশিনগুলো বাজার মূল্যের ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দেয়া হয়। পাওয়ার থ্রেসার মেশিনটির বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫২ হাজার টাকা ও আলু দাবা মেশিনের বাজার মূল্য প্রতিটি প্রায় এক লক্ষ ৮০ হাজার টাকা।