খেলাধুলা মানুষরে মাঝে সৌহার্দ সৃষ্টি করে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩ অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্কুল জীবন থেকে অত্যান্ত খেলাধুলা প্রিয়। এ কারণে তিনি পিতা-মাতার নামে প্রতি বছর গ্রীষ্মকালিন উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রকার খেলা ধুলার আয়োজন করে থাকেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে। আসা করবো শুধু আবহানী-মহামেডাম নয়, আড়ানীবাসী নতুন পদযাত্রায় ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে খেলবে। খেলাধুলা বিনোদনরে একটি অংশ। খেলার সাথে সম্পৃক্তদের মাদক থেকে দুরে থাকতে হবে। বিনোদন প্রিয় মানুষ কখনো অন্যায় কাজ করতে পারেনা। খেলাধুলা মানুষরে মাঝে সোর্হাদ সৃষ্টি করে। এ জন্য যদি কোন সহায়তা লাগে দেবো।রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের প্রয়াত সদস্যেদের স্বরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীঅনুষ্টানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এ কথা বলেনে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের সভাপতি অধ্যাপক মৃনাল ত্রীবেদি রাজাG রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স ও প্রভাষক আবু সাইদ তোতার সঞ্চায়নায় বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম মুকুট, রাজশাহী উপভ‚মি সংস্কার কমিশনার সারোয়ার জাহান শাহীন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ফুটবল এ্যাসোসিয়েশনেরে সাবেক সভাপতি ড. নাসিম রেজা। বক্তব্য রাখেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিমন আহম্মেদ বাপ্পি, আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্টু। উপস্থিত ছিলেন আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের সদস্য নকিবুল ইসলাম নবাব, মাজদার রহমান, শহীদুজ্জামান শাহীদ, নজরুল ইসলাম, শিক্ষক জাহিদ হোসেন, আবদুল মালেক প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন খুলনা বিকেএসপি ফুটবল দল ও রাজশাহীর কাটাখালী ফুটবল একাডেমী। নির্ধারীত ৯০ মিনিটের খেলায় প্রথমআর্ধের ১৮ মিনিটের মাথায় খুলনা বিকেএসপি একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়আর্ধের ৫৩ মিনিটের মাথায় রাজশাহী কাটাখালি ফুটবল একাডেমী গোল পরিশোধ করে। পরবর্তীতে ট্রাইবেকারে উভয়ে ৮টি করে গোল করে। পরে আলোর সল্পতা কারনে খেলা অমিমাংশিত রয়েছে। নক-আউট ভিত্তিতে ৮টি দল খেলায় অংশ গ্রহন করবে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আখতার রহমান। সহকারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ রেজা ও শ্রীলন। অতিরিক্তে ছিলেন আলাল উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আবদুল হানিফ মিঞা ও শিক্ষক মাহফুজুর রহমান চুনি। অনুষ্টানের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধ্বনা দেওয়া হয়। উদ্বোধনী খেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্কুল জীবন থেকে অত্যান্ত খেলাধুলা প্রিয়। এ কারণে তিনি পিতা-মাতার নামে প্রতি বছর গ্রীষ্মকালিন উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রকার খেলা ধুলার আয়োজন করে থাকেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে। আসা করবো শুধু আবহানী-মহামেডাম নয়, আড়ানীবাসী নতুন পদযাত্রায় ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে খেলবে। খেলাধুলা বিনোদনরে একটি অংশ। খেলার সাথে সম্পৃক্তদের মাদক থেকে দুরে থাকতে হবে। বিনোদন প্রিয় মানুষ কখনো অন্যায় কাজ করতে পারেনা। খেলাধুলা মানুষরে মাঝে সোর্হাদ সৃষ্টি করে। এ জন্য যদি কোন সহায়তা লাগে দেবো। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি আড়ানী পৌরসভার রুস্তমপুরে উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন। Share this:FacebookX Related posts: খেলাধূলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী যুব ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেবে সরকার বুধবার দেশে ফিরবে বিশ্বজয়ী বাংলাদেশ দল পুলিশ হাসপাতালে ভেন্টিলেটর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ নারী ফুটবলারদের হাতে প্রথম পুরস্কার তুলে দিল আম্বার গ্রুপ সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খেলাধুলা-শরীরচর্চায় মেধার বিকাশ হয়: শেখ হাসিনা জেলায় জেলায় নামল সেনাবাহিনী মেডিকেল সামগ্রী আসছে যুক্তরাষ্ট্র থেকে SHARES Matched Content খেলাধুলা বিষয়: খেলাধুলাপররাষ্ট্র প্রতিমন্ত্রীমানুষরে মাঝেসৌহার্দ সৃষ্টি করে