‘স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই’

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সকল সেবা পাবেন।

শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী পলক আরো বলেন, দেশের মানুষকে সেবা নিতে এখন সরকারি দফতরে যেতে হয় না, সরকারি দফতর সবার বাড়িতে পৌঁছে গেছে। দেশের ১৩ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের প্রতি আস্থা রেখে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাসম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবির।

এদিকে ভোলা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হওয়া স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার তরুণ-তরুণী ও নারী-পুরুষদের ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে লালমোহনে দিনব্যাপী এ মেলায় দেশের প্রথম সারির ২৩টি স্বনামধন্য আইটি কোম্পানি অংশগ্রহণ করেন। মেলা উপলক্ষে অনলাইনে পাঁচ হাজার জব অপরচুনিটির অ্যাগেনিষ্টে ভোলার তিন হাজার চাকরি প্রার্থী রেজিস্ট্রেশন করেন।

এছাড়াও মেলায় চারজন সফল ফ্রিলেন্সারকে সনদ দেয়া হয়। একই সাথে ৩০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই দিনে ডিজিটাল সংযোগ স্থাপন (ইউসি) প্রকল্পের আওতায় ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যশন ও মনপুরা উপজেলায় জয় সেট সেন্টার (স্মার্ট সর্ভিস, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার) এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।