‘নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা একত্রে হইচই করতে থাকে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩ অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সব সময় দেখেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলে এক হয়ে যায় আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন এলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় তার জন্য হইচই করতে থাকে। শনিবার দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্যা নবজাগরণী সংঘ মাঠে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ যোগ দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসময় আরও বলেন, নির্বাচন আসলেই অনেক স্রোতে, কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যাতে না হয় এজন্য অরাজকতা করতে থাকে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি। যুদ্ধের কারণে তেল, গ্যাস পরিবহন খরচের দাম তিন-চারগুণ বেড়েছে। এজন্য কিছুটা লোডশেডিং হচ্ছে। এ মাসের শেষে বিদ্যুতের সমস্যা আর থাকবে না। দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এজন্য আমরা ভর্তুকি দিচ্ছি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কখনও ষড়যন্ত্র করে না। বরং নির্বাচন ঘনিয়ে আসায় দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। জনগণের শক্তিকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী তার সঠিক নেতৃত্ব ও আদর্শ নিয়ে কাজ করেন। এজন্যই পৃথিবীজুড়ে তার এতো সুনাম। তিনি কোনো ষড়যন্ত্রকে বিশ্বাস করেন না, কারো পেশীশক্তিকে বিশ্বাস করেন না। তিনি জনগণের শক্তিকে বিশ্বাস করেন। তাই কোনো অপশক্তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর সক্ষমতা রাখে না। এ পর্যন্ত ১৯ বার হত্যা চেষ্টার পরও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য বেঁচে আছেন। জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলটি সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। তাদের এবার বলে দেওয়া হয়েছে- ওই স্থানে সমাবেশ করলে যানজট সৃষ্টি হয়, তাই যেন অন্য ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে। মন্ত্রী আরও বলেন, যারা স্বাধীনতার বিরোধী শক্তি তারা আজকে একত্রিত হয়ে দুঃস্বপ্ন দেখছেন আবারও নাকি ক্ষমতায় আসবেন। কী করে আসবেন? মানুষের ভোট পেতে হবে তো। যেখানে জনগণ এক কথায় বলছেন শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তাহলে কীভাবে আসবেন, ভোটেই তো আসবেন না আপনারা। তারা ভোট বিশ্বাস করে না, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের যদি কেউ গদিটা পাইয়ে দেয় সেই ধরনের ষড়যন্ত্র তারা করে চলেছেন। এছাড়া মাদক বিরোধী সমাবেশে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে হবে, সমাজ রক্ষা করতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কী করে খেয়াল রাখতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে সকল অভিভাবকদের সহযোগিতা করারও আহবান জানান মন্ত্রী। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক সচিব মোঃ সোহরাব হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবিরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে তিনি উপজেলায় বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন। নতুন এই পুলিশ ক্যাম্পে একজন এসআই, দুজন এএসআই ও সাতজন কনস্টেবল নিয়োজিত থাকবেন। Share this:FacebookX Related posts: দেশে করোনায় আক্রান্ত আরও ৩, মোট ২৭, সুস্থ ৫ মেডিক্যাল পণ্য আমদানিতে সব ধরনের কর অব্যাহতি অতিরিক্ত ভাড়া নিলে বাসের রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিলের নির্দেশ করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারত হারালো বিজ্ঞ নেতাকে বাংলাদেশ হারালো আপনজনকে সি আর দত্তকে চিরবিদায় মূলধারার সংবাদপত্রের অনলাইন পোর্টালের নিবন্ধন আগে: তথ্যমন্ত্রী হাসিনা-মোদির ১৭ ডিসেম্বরের বৈঠকে দুদেশর প্রধান ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা ৩১ অতিরিক্ত ডিআইজির বদলি দেশে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মাহবুব তালুকদার SHARES Matched Content জাতীয় বিষয়: ‘নির্বাচন এলেইএকত্রে হইচই করতে থাকে’ষড়যন্ত্রকারীরা