গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৩ নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মো.ম মিলন (৩৪) উপজেলার নাজির নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,২০০৯ সালে আসামি মিলন তার অপর সহযোগীদের সহায়তায় ভিকটিম মারুফাকে অপহরণ করে। এরপর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মিলন সহ অপর আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামি মিলন সহ আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। পরে মিলন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনবাগ থানায় হস্তান্তর করে। Share this:FacebookX Related posts: ফেনীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক জেলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: পলাতক আসামি গ্রেফতার “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৭ বছর পর গ্রেফতার” ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দীর্ঘ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৯ বছর পর গ্রেফতার শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার পাবনার সাঁথিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নোয়াখালীতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: গণধর্ষণপলাতক আসামি গ্রেফতারমামলায়যাবজ্জীবনসাজাপ্রাপ্ত