দেশের বাজারে দাম বেড়েছে স্বর্ণের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা এক হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে। Share this:FacebookX Related posts: দাম বেড়েছে সবজি, ডিম ও সয়াবিন তেলের দাম আরও বাড়লো স্বর্ণের করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরে থাকুন : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাড়ি ফেরার ঢল নেমেছে সড়কপথে স্পেশাল ফ্লাইটে আমেরিকানদের ফিরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র ‘কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’ অফিস-গণপরিবহন চলবে ৩০ জুন পর্যন্ত ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী দু’জন গ্রেফতার ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী করোনায় বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল আগামী পাঁচ দিনের মধ্যে লঘুচাপের পূর্বাভাস দেশে সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: দাম বেড়েছেদেশের বাজারেস্বর্ণের