শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে আদেশ দেন। এর আগে সকালে আদালতে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস। অন্য তিনজন হলেন- এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। আদেশের পর ড. ইউনূস সাংবাদিকদের বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। গত ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন। Share this:FacebookX Related posts: অভিজিৎ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড শাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে নকল মাস্ক সরবরাহ মামলায় শারমিন জাহান গ্রেপ্তার ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাজাহান খানের মামলা ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডের রায় আ.লীগের ২ নেতার বিরুদ্ধে মেয়র আইভির মামলা বাবুনগরীর বিরুদ্ধে দুই মামলা বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের আগাম জামিন আবেদন ‘আইন প্রভাবশালীদের দিকে একটু হেলে পড়ে’ পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য: এনসিটিবির চেয়ারম্যানকে তলব জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন ‘ডিজিটাল নিরাপত্তা আইন জনবান্ধব করার চেষ্টা চলছে’ SHARES Matched Content আইন আদালত বিষয়: ড. ইউনূসের বিচার শুরুমামলায়শ্রম আইন লঙ্ঘনের