পাবনায় করাত-কল শিল্প ধ্বংসের মুখে

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিউজ ডেস্কঃ পাবনা জেলার প্রায় ৩৪০টি কড়াত কল্ শিল্পবেশ কিছুদিন যাবৎ বন্ধ থাকার ফলে কঁড়াত কল শিল্প ধ্বংসের পথে।পাবনা জেলা করাত কল শিল্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় একটি পরিবেশ বাদী সংগঠন করাত কল শিল্প এর বিরুদ্ধে মামলা করলে মহামান্য হাইকোর্ট লাইসেন্স বিহীন করাত কল শিল্প বন্ধের আদেশ দেন। এবং শর্ত সাপেক্ষে লাইসেন্স প্রদানেও নির্দেশ দেন।শর্ত পূরণ সাপেক্ষে পাবনা জেলায় ১৯৮টি করাত কল শিল্প কে লাইসেন্স প্রদান করে সামাজিক বন বিভাগ। যার নবায়নের তারিখ সীমা ছিল গত ১৮/১১/২০১৯। কিন্তু লাইসেন্স নবায়ন ফি জমা দিয়েও নবায়ন পাচ্ছেন না মালিকেরা।এ বিষয় সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাবনা জেলার ৩০৪টি করাত কলের মধ্যে ২৭টির বৈধ লাইসেন্স আছে।

পরবর্তিতে আরও ১৯৮টির লাইসেন্স দেই কিন্তু মহামান্য হাইকোর্টের করাত লাইসেন্স প্রদান ও নবায়নের উপর স্থগিতাদেশ থাকার ফলে কোনো লাইসেন্স প্রদান বা নবায়ন করা যাচ্ছে না। এবং লাইসেন্স বিহীন কোনো করাত কল চালু রাখা যাবে না।আমরা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স বিহীন করাত কল বন্ধসহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ডের মাধ্যমে বন্ধ করে দিয়েছি।এদিকে করাত কল শিল্প মালিক জানান, প্রতিটি করাত কলে ১০টি করে পরিবার জড়িত রয়েছে। কল বন্ধ থাকার ফলে শতাধীক মানুষ বেকার হয়ে পরেছে। অর্ধাহারে-অনাহারে কয়েক হাজার লোক মানবতার দিনানিপাত করছে।শুধু তাই নয় সরকারি-রেসরকারি অফিস আদালত, সর্ব সাধারণের সামাজিক জীবনে বিভিন্ন আসবাবপত্র এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে চিড়াই কাঠ প্রয়োজন হয় তা করাত কল শিল্প বন্ধ থাকার ফলে কাঠ চিড়াই সম্ভব হচ্ছে না ফলে উন্নয়ন কাজেও বাধা সৃষ্টি হচ্ছে।মাননীয় প্রধান মন্ত্রি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিনে তদন্ত পূর্বক যে কোনো শর্তে করাত কল শিল্পের লাইসেন্স নবায়ন/নতুন প্রদান পূর্বক শতাধিক মানুষকে বেকারের হাত থেকে বাচানো এবং করাত শিল্প কে বাচানোর দাবি জানিয়েছেন করাত কল শিল্প মালিক/ শ্রমিকগণ।