সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৩ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। জব্দ করা হয় মাদক বহনকারী প্রাইভেটকার, নগদ টাকা ও ৯টি মোবাইল সেট। গ্রেফতারকৃতরা হলেন সাঈদ ইসতিয়াক(৩৮) কক্সবাজার জেলার সদর উপজেলার করীম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে, দৌলত আজিম সুমন (৪১) চট্টগ্রামের পাঁচলাইশ থানার হাটহাজারী গ্রামের মোঃ কামরুলের ছেলে, মিম আক্তার (১৯) সিরাজগঞ্জের জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও প্রাইভেটকার চালক মজিবুল (৩২) কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। রাত ২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১) তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক নারী ও তিন জন পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মোবাইল সেট, নগদ টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকারটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার জামালপুরে ১৯৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক রাজধানীতে ইয়াবাসহ আটক ৩ কাওরান বাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার লবণভর্তি ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ টাঙ্গাইলে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবাসহমাদক কারবারি গ্রেফতারসোনারগাঁওয়ে